নদিয়া: শঙ্খ, কাশি, ঢাক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মডেল সাজিয়ে ২১ জুলাইয়ের সভার উদ্দেশে নেতা-কর্মীরা। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল রূপে প্রাধান্য দিয়ে ধর্মতলায় ২১ জুলাই শহীদ দিবসের সভা মঞ্চের উদ্দেশ্যে রেল স্টেশন থেকে রওনা দিলেন কয়েকশো তৃণমূলের সৈনিকরা। রবিবার সকাল ৭টা ২৪ মিনিটের ট্রেনে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের রওনা দিতে দেখা গেল কলকাতার উদ্দেশ্যে।
বিশেষভাবে নদিয়ার বেশিরভাগ জায়গার তৃণমূল কর্মী সমর্থকরা রবিবার সকালের ট্রেনে চেপে রওনা দিয়ে দেন, ঠিক তেমনি শান্তিপুর রেল স্টেশন থেকে একই চিত্র ধরা পড়ল। অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে একই ট্রেনে রওনা দেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ অন্য়ান্য আধিকারিকরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার্স স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারকে আজ তাঁরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। সাজানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের মডেল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মডেলকেও একই রূপে সাজানো হয়েছে। তবে ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার আগে তৃণমূলের সৈনিকদের মুখে শুধু একটাই স্লোগান শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
আরও পড়ুন: তৃণমূলের মেগা শো-তে বাধা হবে না বৃষ্টি, শহরের আকাশ থাকবে মেঘলা
দেখুন আরও অন্যান্য খবর: