মেদিনীপুর: বনধকে কেন্দ্র করে হাতাহাতি ও মারপিটে জড়িয়ে পড়লেন এসইউসিআই (SUCI) কর্মী ও পুলিশ। মেদিনীপুর কলেজ গেটে শুক্রবার সকাল থেকে বনধের সমর্থনে পিকেটিং চলছিল। এদিকে বনধের বিরোধিতা করে কলেজ গেটে নামে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও সদস্যরা। কলেজ গেটে পিকেটিং চলাকালীনই বনধের বিপক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের কলেজে প্রবেশ করান তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়।
উত্তেজনা বাড়তে থাকে ধীরে ধীরে। পরবর্তী ক্ষেত্রে কলেজে ছাত্রছাত্রীদের প্রবেশ করাকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এসইউসিআই সমর্থকদের মধ্যে বচসা বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে স্লোগান ওঠে। বলা যায় এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশ ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন: বনধে অশান্ত এগরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি SUCI-র কর্মীদের
অন্যদিকে মেদিনীপুর শহরে বনধ সমর্থনকারীরা একটি বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁদের। পুলিশ কর্মীদেরকে প্রথমে মারধর করা হয় বলেও অভিযোগ। পরবর্তীতে পুলিশও মারধর করে বলে জানা যাচ্ছে। দুপক্ষেরই কম বেশি ৩-৪ জন আহত হয়েছে বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন এসইউসিআই কর্মীকে আটক করা হয়।