খেজুরি: পূর্ব মেদিনীপুরের খেজুরির হলুদবাড়িতে তৃণমূল নেতৃত্বদের ঘিরে প্রতিবাদ ও বিক্ষোভ বিজেপির। আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকেছে এমনই অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বদের ঘেরাও করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে।
হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেবত্তর মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেন বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকী তৃণমূল নেতৃত্বের গাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বহিরাগতদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। তৃণমূলের মিটিং বনাম বিজেপির পাল্টা মিছিলকে ঘিরে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরির হলুদবাড়ি এলাকা। কাঁথির এসডিপিও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টের সন্ধান, একইদিনে দেশে মৃত্যু ৫ জনের
দেখুন আরও অন্যান্য খবর: