কলকাতা: ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভরাডুবির পর আজ দলের রাজ্য কমিটির প্রথম বৈঠক। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজ বেলা ১১টায় ওই বৈঠক শুরু হবে। রাজ্য বিজেপি সূত্রে খবর, বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আসন্নদিন রাজ্যে বিজেপির নীতি কী হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টির মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। যা গত বারের চেয়েও কম। তবে আজকের বৈঠকে ভোটের ফল বিশ্লেষণ করা হবে না বলেই খবর রাজ্য বিজেপি সূত্রে। বরং আগামী দিনে দল কী করবে তা নিয়েই আলোচনা হতে পারে আজকের বৈঠকে
বৈঠকে রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির ৩ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক- মঙ্গল পান্ডে, সুনীল বানশাল ও অমিত মালব্য। প্রথমে জানা গিয়েছিল, বুধবারের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রাজনাথের পরিবর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর বৈঠকে উপস্থিত থাকতে পারেন। বর্ধিত আকারে রাজ্য কমিটির আজকের বৈঠকে জেলা সভাপতি, জেলা ইন-চার্জ-সহ দলের সর্ব স্তরের নেতাদের ডাকা হয়েছে। থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যরাও।
আরও পড়ুন: সবজির দাম নিয়ন্ত্রণে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের
আজকের এই বৈঠক থেকেই ২০২৬-এ রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল ঠিক করবে বলেই মত, রাজনৈতিক মহলের। পাশাপাশি সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়ার কারণ চুলচেরা বিশ্লেষণ করতে ও সংগঠনকে বুথস্তরে মজবুত করতে এই বৈঠক নানান আলোচনা হবে বলেও বিজেপি সূত্রের খবর। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের বৈঠক থেকেই হয়তো রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন সেই সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
অনুমান করা হচ্ছে যে তিন বছরের ব্যবধানেই রাজ্যের বিজেপির (BJP) সভাপতি পদে ফের হতে পারে রদবদল। কারণ, বিজেপির নীতি অনুযায়ী বালুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার জন্য তাঁকে রাজ্যসভার পদ ছাড়তে হতে পারে। এমতাবস্থায়, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শুধু তাই নয়, সামনে আসছে একাধিক নামও। যেখানে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামও উঠে আসছে।
আরও খবর দেখুন