হাবরা: মাত্র ১০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড প্রায় গোটা গ্রাম। শুক্রবার দুপুরে আচমকাই তুমুল ঝড় বয়ে যায় হাবরার (Habra) কুমড়া গ্রামের উপর দিয়ে। ফলে উপড়ে গিয়েছে বহু গাছ, উড়ে গিয়েছে বহু বাড়ির টিনের চাল, ভেঙে পড়েছে বেশ কিছু কাঁচা বাড়িও। তবে সন্ধ্যা পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মতে, এর আগে এই এলাকায় এমন কোনও ঝড় দেখা যায়নি। এটি টর্নেডো (Tornado) না সাইক্লোন, তাও জানা যায়নি। স্থানীয় অনেকে জানান, গাইঘাটা, চাঁদপুর, বনগাঁ প্রভৃতি এলাকায় মাঝেমধ্যে এরকম টর্নেডোর দেখা মিলছে।
আরও পড়ুন: গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে ধৃত কংগ্রেস পঞ্চায়েত সদস্য
স্থানীয় সূত্রের খবর, কাশীপুর পঞ্চায়েত অফিসের সামনে ঝড়ের তাণ্ডব চলে, সেখানে একটি বিশাল আমগাছ ভেঙে পড়ে। বহু দোতলা বাড়ির চাল, টিনের শেড উড়ে গিয়ে পরে অনেক দূরে। বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। অনেক বাড়ির আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে। স্থানীয় স্তরে এই ঝড়ের কোনও পূর্বাভাস ছিল না। দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ যখন ঘর-গেরস্থলির কাজে ব্যস্ত, কেউ বা ব্যস্ত দুপুরের খাওয়া সারতে, তখনই শুরু হয় ঝড়। সোঁ সোঁ শব্দে তুমুল হাওয়া বইতে শুরু করে। গাছপালা উথালপাথাল দুলতে শুরু করে। ভেঙে পরে বহু গাছ। রাস্তায় থাকা লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। তবে, ওই ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ১০-১২ সেকেন্ড। তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে গোটা গ্রাম। ঝড় থেমে গেলে পঞ্চায়েত সদস্যরা এলাকার ক্ষয়খতি খতিয়ে দেখেন। প্রবীণ মানুষেরা বলছে, এর আগে অনেকবার গাইঘাটায় এরকম ঝড়ে লন্ডভন্ড হতে দেখেছি। কিন্তু কুমড়া গ্রামে আগে কখনও এরকম ধ্বংসাত্মক ঝড় দেখিনি।
আরও দেখুন অন্য খবর