Placeholder canvas
HomeScrollকালীপুজোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ১০

কালীপুজোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ১০

ক্যানিং: জমি বিবাদ ও কালীপুজোকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায়। শনিবার এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের নাম জড়িয়েছে এই ঘটনায়। ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস। তিনি জানান, এখানে কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়। এটি দুই পরিবারের মধ্যে বিবাদ। সেই বিবাদের জেরেই এই অশান্তির সূত্রপাত। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্তর অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি। এখনও পর্যন্ত এই ঘটনায় উভয়পক্ষের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় আর কোনও অশান্তি যাতে না হয়, তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে।

আরও পড়ুন: সাহেবের থেকে টাকা ধার নিয়ে ফ্ল্যাট কিনেছি, বললেন রামস্বরূপ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments