আরামবাগ: ICDS সেন্টারে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, আতঙ্কে আরামবাগ থানার (Arambagh PS) দ্বারস্থ ICDS কর্মীরা। নিরাপত্তার দাবী তুলে সোমবার আরামবাগ আইসির কাছে ডেপুটেশনও দেন ICDS কর্মীরা। তাঁদের অভিযোগ, আরামবাগের মলয়পুর ১ পঞ্চায়েতের টালা এলাকায় থাকা ICDS সেন্টারে স্থানীয় তৃণমূল নেতারা গিয়ে মাঝেমধ্যেই চড়াও হচ্ছে।
বোর্ডে লেখা খাবারের তালিকা মুছে দিচ্ছে, খাবার নষ্ট করছে। এমনকি ভাঙচুর চালানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। বারণ করতে গেলে মহিলা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে উপযুক্ত নিরাপত্তার দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।
আরও পড়ুন: কুণালের দেওয়া সময়সীমা শেষ, মঙ্গলবার কী করবেন, কৌতূহল তুঙ্গে
ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে আরামবাগের তৃণমূল নেতৃত্ব। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে আরামবাগ তৃণমূল (TMC) নেতৃত্ব। ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)।
আরও খবর দেখুন