কলকাতা: জোর টক্করে জমে উঠেছে লোকসভা নির্বাচনের ভোট গণনা (Lok Sabha Election 2024 Result)। আজই নির্ধারণ হয়ে যাবে এবার দিল্লির মসনদে বসছে কোন দল, সরকার গঠন করছে কারা। বিকেল ৩টে পর্যন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী নদিয়া এবং মুর্শিদাবাদের চার কেন্দ্রেই এগিয়ে আছে তৃণমূল (TMC)।
আরও পড়ুন: ৫০ হাজারের ভোটের ব্যবধানে পিছিয়ে দিলীপ ঘোষ
ভোটের হাওয়া এখনও পর্যন্ত যা বলছে, গোটা দেশে বিজেপির শক্তিক্ষয়ের দিনে বাংলাতেও বড় ধাক্কা খেয়েছে পদ্মশিবির। মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষের মতো একাধিক হেভিওয়েট প্রার্থী পিছিয়ে পড়েছেন ভোট ময়দানে।
বিকেল ৩টে পর্যন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী:
- কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এগিয়ে রয়েছেন ৫০,৪৭৭ ভোটে।
- বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে আছেন ৩৩,৯৩৪ ভোটে।
- মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের খান এগিয়ে ৫৩৫৬৮ ভোটে।
- জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এগিয়ে ৫৮ হাজার ভোটে।
- রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাখ সরকার এগিয়ে ৪৮,৫৫৭ ভোটে।
আরও খবর দেখুন