কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ব্রিগেডে জনগর্জনের মঞ্চ থেকে প্রার্থী তালিকাও ঘোষণা করেছে তৃণমূল (TMC)। নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। আর এবার নির্বাচনী প্রচারে মাঠে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামীকাল, ৩১ মার্চ নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে হবে এই সভা। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
তৃণমূল সূত্রে খবর, কৃষ্ণনগরের পর ৫ দিনে ৮টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের আগে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি চূড়ান্ত করলেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী জনসভা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতে জনসভা করবেন মমতা।
আরও পড়ুন: কিউআর কোড দিয়ে আবেদন কংগ্রেস প্রার্থী ভিক্টরের
জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে ঈদের আগে উত্তরবঙ্গে চারটি জনসভা করবেন তিনি। ৪ তারিখ কোচবিহার, ৫ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করবেন বলেই সূত্রের খবর। উত্তরবঙ্গের তিনটি আসনে অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রথম পর্যায়ে চারটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট,রায়গঞ্জে ১টি করে, তারপর পুরুলিয়া, বাঁকুড়া ১টি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবর দেখুন