বীরভূম: নির্বাচন মিটতেই দফায় দফায় অশান্ত বোলপুর। চতুর্থ দফা নির্বাচনের পরেই বিজেপি পোলিং এজেন্ট কাঞ্চন ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ সমানে আসে। এবার বিজেপির পোলিং এজেন্ট শম্ভু বারুইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ (Bolpur BJP-TMC Clash) উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড জিলিপিতলা সংলগ্ন এলাকার।
বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ড জিলিপিতলা বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা শম্ভু বারুই। তিনি বিজেপির কার্যকর্তা ও পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের লোকজন ফোনে হুমকি দিচ্ছিল তাঁকে। গভীর রাত্রে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। পুলিশে লিখিত অভিযোগ করেছেন শম্ভু বারুই। পুরো ঘটনা মিথ্যা, সাজানো। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে শুরু করেছে বোলপুর থানার পুলিশ (Bolpur PS)।
আরও পড়ুন: অগ্নিমিত্রার প্রচারে দুষ্কৃতী হামলার অভিযোগ!
উল্লেখ্য, বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৭ নম্বর বুথের এজেন্ট বিজেপি নেতা কাঞ্চন ঘোষকে মারধরের প্রসঙ্গে বোলপুর লোকসভা কেন্দ্রের (Bolpur Lok Sabha) বিজেপি প্রার্থী পিয়া সাহার অভিযোগ, বিজেপি নেতা কাঞ্চন ঘোষকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। পুরো বিষয়টি নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। এই ঘটনায় পাল্টা হুঁশিয়ারী দিয়ে বিজেপি প্রার্থী বলেছেন, ওরা যদি আমাদের ১০০ জনকে আঘাত করে আমরাও ওদের ১০০ জনকে মেরে হাত ভেঙে দেব। তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনাটি মিথ্যা। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।
আরও খবর দেখুন