কুলতলি: ফের এক দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ২। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের কুলতলির মানিকপীর এলাকায়। শুক্রবার সকালে ওই দশম শ্রেণি সহ তিনজন গৃহ শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় টোটোতে করে দুই যুবক এসে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
অভিযোগ, জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীদের চিৎকারে এলাকা থেকে চম্পট দেয় ওই ২ ব্যক্তি। ছাত্রীরা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপরেই ছাত্রীর বাবা এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাহায্যে ওই যুবকদের খুঁজে বের করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। অভিযুক্ত যুবক অবশ্য ঘটনার কথা অস্বীকার করেছে।
আরও পড়ুন: রবিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার, বাড়বে বৃষ্টির পরিমাণ