হাওড়া: ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা চত্বর থেকে উদ্ধার হল দুই সদ্যজাতের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাতৃমাতে চিকিৎসাধীন মেনোকা সর্দার নামে এক মহিলা এই দুই সন্তানের জন্ম দেন বুধবার রাতে। মৃত সন্তান প্রসব করায় মেনোকার শাশুড়ি মুক্ত সর্দার মৃত শিশু দুটির দেহ নিয়ে হাসপাতালের বাইরে ফেলে দেন। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কীভাবে ওই মহিলা সদ্যজাতর দেহ দুটি নিয়ে হাসপাতালের বাইরে এলেন। কেন হাপাতাল কর্তৃপক্ষ এর ব্য়াপারে কিছ জানতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
আরও পড়ুন: হাওড়ায় জুটমিলে ছাদ ভেঙে চাপা পড়লেন শ্রমিকরা