ঝারগ্রাম: নিম্নমানের সরঞ্জাম দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির অভিযোগ উঠল নয়াগ্রামে। সেই নিয়েই বিক্ষোভ শুরু হয় গ্রামবাসীদের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী হয়েছে আর তাই নতুন রাস্তার প্রলেপ সামান্য আঘাতে উঠে আসছে। এমনকী রাস্তার পিচ আঙুল দিয়ে তোলা যাচ্ছে। ঠিকাদার সংস্থা যেভাবে পিচ দিয়ে রাস্তা তৈরি করছে তা দুই একদিনের মধ্যেই রাস্তাটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যিনি ঠিকাদার সংস্থার কর্ণধার তার কোনও খোঁজ নেই। যারা কাজ করছেন তারা কোনও কিছু বলতে পারছেন না।
আরও পড়ুন: আজ জগদ্ধাত্রী পুজো