বর্ধমান: ফের তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে। একটি জায়গাতে পাচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কালনার (Kalna ) শ্বাসপুর দেবনাথ পাড়া ঘটনা। কালনার তৃণমূল সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও সগরেদদের বলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ, দলবল নিয়ে চড়াও হয়ে বাড়ির মহিলা ও পুরুষ সদস্যদের মারধর করেন গোপাল তিওয়ারি নামে ওই তৃণমূল নেতা। যদিও গোপালের দাবি, তাঁকে ঘরে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছিল। আত্মরক্ষার্থে তিনি হাত ছাড়ানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও (Kalna TMC Leader Viral Video) ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল।
কালনার দেবনাথপাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। গোপালের দাবি, তিনি সেই জায়গাটি কিনেছেন। তার কাছে ওই জায়গার সমস্ত কাগজ রয়েছে। তাই সে ওই জায়গা পাঁচিল দিতে বাঁধা দিয়েছে। পাচিলটিকে ওরা ভেঙে দিয়েছে। এমনকি আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে। অন্যদিকে,আক্রান্ত গৃহবধূ সুজাতার অভিযোগ, তাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয়। গোপাল তিওয়ারি এবং তার দলবল শুক্রবার তার শাশুড়িকে মারধর করে। শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।
আরও পড়ুন: সহশিক্ষককে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, পথ অবরোধে পড়ুয়ারা
এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে দেখুন দোষটি কার রয়েছে। এ প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি সুভাষ পাল তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, “তৃণমূলের কাছে এটা নতুন কিছু না। তৃণমূল নেতারা নারী, পুরুষ সব ভুলে নির্যাতন করে চলেছে।
অন্য খবর দেখুন
