বোলপুর: সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে ১০০-এর নীচে নামল রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। চূড়ান্ত মান অবনমন বিশ্বভারতীর। সোমবার প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল রেঙ্কিং ফ্রেমওয়াক (NIRF) তালিকায় বিশ্বভারতীর স্থান ১০০-এর নীচে।
NIRF-গোটা দেশে থাকা বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে শিক্ষার মান, পরিকাঠামো, সামগ্রিক সামনে রেখে র্যাঙ্ক তালিকা তৈরি করে। ৮ বছর আগে বিশ্বভারতীর ব়্যাঙ্ক ছিল ১১। এরপর থেকে অধঃপতন শুরু হয়। ২০১৮ সালে একধাপে অনেকটা কমে ৩১ তম স্থানে চলে আসে। ২০১৯-এ ৩৭ ও ২০২০-তে ৫০ স্থানে। ২০২১ সালে ৬৪-তম স্থানে অবনমন হয় বিশ্বভারতীর। ২০২২ সালে ৯৮ ও ২০২৩ সালে ৯৭ র্যাঙক করে। চলতি বছর ১০০-এর নীচে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: সোশ্যালে বিভ্রান্তিকর পোস্ট, ৫ জনকে তলব
NIRF তালিকায় বিশ্বভারতীর মান চূড়ান্ত অবনমন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, আশ্রমিকদের মতে, দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য নেই। নেই গুরুত্বপূর্ণ পদে স্থায়ী অধিকারীক। রেজিস্টার অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন বহুবছর। সমন্বয়ের অভাবেই এই অবনমন বলে মনে করছেন তাঁরা।
দেখুন আরও অন্যান্য খবর: