বীরভূম: বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে ঢুকল কোপাই নদীর জল। এক হাঁটু জল পেরিয়ে মা কঙ্কালীর পুজো পুরোহিতদের। অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও মেঘভাঙ্গা বৃষ্টি। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টি হয়েছে জেলায়। খুব স্বাভাবিকভাবেই কোপাই নদীর জল ছাপিয়ে মন্দির চত্বরে ঢুকেছে জল।
কঙ্কালীতলা মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা বাড়তেই কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে জল ঢুকেছে। জল যন্ত্রণার ছবি সতীপীঠ কঙ্কালীতলায়। শনিবার সকাল থেকে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গনে জলমগ্ন অবস্থায় রয়েছে।
এদিকে তিলপাড়া জলাধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়ায় বীরভূমের লাভপুরের কুঁয়ে নদীবাঁধ ছাপিয়ে ঢুকছে জল। বাঁধ পরিদর্শনে তৃণমূল বিধায়ক, বিডিও। নাগারে বৃষ্টিপাত, জলাধার থেকে ছাড়া জল চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বীরভূম জেলা প্রশাসনকে। লাভপুর ব্লক ঠিবা, কুরুনাহার, বিপ্রতিকুরি, ইন্দাস একাধিক অঞ্চলে ধান জমি জলের তলায়। কুয়ে নদী বাঁধ করুণ অবস্থা। বাঁধ পরিদর্শনে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, সঙ্গে লাভপুরের বিডিও, ও সেচ দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন: তৃণমূল প্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বৃদ্ধর
বিধায়ক জানান, বেশকিছু লাভপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান জমি জলের তলায় চলে গিয়েছে। হেক্টরের ফর হেক্টর ধান জমি। বেশকিছু গ্রাম জলমগ্ন। ইতিমধ্যেই মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে। প্রশাসন সবরকমভাবে তৎপর।
দেখুন আরও অন্যান্য খবর: