হাওড়া: সামান্য বৃষ্টিতে জলমগ্ন হাওড়া। এমনই ছবি দেখা গেল হাওড়ার বামুনগাছির মাদার ডেয়ারির সামনের রাস্তায়। হাওড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অধীনে এই রাস্তা। বর্তমানে এই অঞ্চলের দায়িত্বে তৃমমূল বিধায়ক গৌতম চৌধুরী। এই রাস্তা দিয়ে সর্বদা বাস থেকে শুরু করে ভারী যানবাহন এবং অগণিত পথ চলতি মানুষের যাতায়াত। এই রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি স্কুল। এই স্কুলে প্রত্যেকদিন শিশু থেকে যুবক ও যুবতীরা পঠন -পাঠন করতে আসে।
একদিনের এই সামান্য বৃষ্টিতেই এই রাস্তার এই করুণ হাল। পুরো বর্ষার তো এখনও বাকি আছে, তাহলে এদের অবস্থা কী হবে, ভাবাচ্ছে মানুষকে। স্থানীয় সূত্রে খবর, এই চিত্র নতুন নয়। দীর্ঘ কয়েক যুগ ধরেই চলে আসছে এই চিত্র। সাধারণ মানুষের বক্তব্য, নিকাশী ব্যবস্থার উন্নয়ন হলে রাস্তার এই হাল হয় না। বারবার হাওড়া পুরসভা ও বিভিন্ন সরকারি দফতর এবং বিধায়ককে চিঠি দিয়েও এর কোনও সুরাহা হচ্ছে না। বর্ষায় জলমগ্ন রাস্তা দিয়েই চলতে হচ্ছে সকলকে। আজকেও দেখা গেল সেই ছবি। সাদারণ মানুষ ছাড়াও স্কুল পড়ুয়ারও ওই রাস্তা দিয়েই হেঁটে চলেছে। এলাকাবাসীর আবেদন, দ্রুত নিকাশী ব্যবস্থা উন্নয়ন করে এলাকা জলমুক্ত করুক প্রশাসন।
আরও পড়ুন: বর্ধমান জুড়ে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রন্তের সংখ্যা