পূর্ব বর্ধমান: ২০২৪ এর লোকসভায় কালনা ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল পরাজিত হওয়ায় জলনিকাসের ব্যবস্থা করেনি পুরসভা। জমা জলে ডেঙ্গি সংক্রমণের আতঙ্ক বাড়ছে। সাপ ও মানুষের সহবস্থান, কালনার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। লোকসভা নির্বাচনে ওই ওয়ার্ডে তৃণমূলের পরাজয়। সেই কারণেই কাউন্সিলররা নজর দেন না ওয়ার্ডে, অভিযোগ এলাকাবাসীদের।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, যেখানে জমা জল থাকবে নিচু জায়গা সেখানে পাম্প চালিয়ে জল বের করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশকে কোনও গুরুত্ব না দিয়ে কালনা পুরসভার নজর নেই ১২ নম্বর ওয়ার্ডের দিকে। ওই ওয়ার্ডে কয়েকদিনের বৃষ্টিতেই জমা জলে এক হয়ে গিয়েছে টয়লেট ও শোয়ার ঘর। রাস্তা থেকে ঘর হাঁটু সমান জল। দুর্গন্ধে এলাকায় থাকা দায়। সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। অন্যমনস্ক হলেই শিশুরা খেয়ে ফেলছে ওই নোংরা জল।
আরও পড়ুন: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ
এলাকাবাসীদের অভিযোগ, বারবার কাউন্সিলরকে বলা সত্ত্বেও কাউন্সিলর একবারও আসেননি ও জল নিকাশি কোনও ব্যবস্থা করেনি। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন হাইড্রেন সংস্কার না করার জন্য জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে একটি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হলে অনেকটা সূরাহা হবে।
যদিও এ বিষয়ে কাউন্সিলর জানান, ওই এলাকাটি নিচু। সেই কারণেই জল জমে রয়েছে। শহরের প্রায় নটি ওয়ার্ডের জল ওই এলাকা দিয়ে বের হয়। যদি তাই হয় তাহলে তিনি পাম্প চালিয়ে জল নিকাশের ব্যবস্থা করলেন না কেন? প্রশ্ন এলাকাবাসীদের। কালনা পুরসভার উপ-পুরপ্রধান তপন পোড়েল বলেন, নিচু জায়গা, তাই একটু সমস্যা হচ্ছে। এলাকার বিজেপি নেতার অভিযোগ, ২৪ এর লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডের তৃণমূল মাইকিং করে কাউন্সিলর বলেই দিয়েছেন কোনও কাজ হবে না।
দেখুন আরও অন্যান্য খবর: