নয়াদিল্লি: ৭৭টি সম্প্রদায়কে ওবিসি (OBC) তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ। কিন্তু সেই তালিকাকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করল রাজ্য।
রাজ্যের পক্ষে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud) আদালতে দুপুর ২টো নাগাদ এই আবেদন করেন। তিনি এও বলেন, যেহেতু আজ এই বিষয়ে শুনানি হবে না, তাই নিকটবর্তী কোনও তারিখে মামলা ফেলা হোক। সিব্বল জানান, তিনি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ (Stay Order) চাইছেন কারণ বহু মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি অথবা কর্মসংস্থান পাওয়ার অপেক্ষায় আছেন।
আরও পড়ুন: আরজি করে কেন্দ্রীয় বাহিনী নয়? কুণালের পোস্টে জল্পনা
প্রধান বিচারপরি জানান, এই মামলা আগামী মঙ্গলবার (২৭ অগাস্ট) শোনা যেতে পারে। রাজ্যের পক্ষে আরও এক বরিষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই মামলার শুনানি দিনের শুরুতে রাখা হোক, কারণ এতে পুরো দিন লেগে যেতে পারে। এদিন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের তরফে শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী জয়দীপ গুপ্তা।
গত ৫ অগাস্ট রাজ্যের স্পেশ্যাল লিভ পিটিশনে নোটিস জারি করে রাজ্যের কাছে তথ্য-নথি চেয়েছিল সুপ্রিম কোর্ট। ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করতে কী ধরনের সমীক্ষা করা হয়েছে, রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনের কতটা আলোচনা হয়েছে, এই সমস্ত কিছুর বিশদ তথ্য চাওয়া হয়েছিল।
দেখুন অন্য খবর: