কলকাতা: ভোররাত থেকেই আকাশের মুখভার, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারা দিনই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের (South Bangal) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছেই।
রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বেশি বৃষ্টির সবম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। প্রধানত আকাশ মেঘলাই থাকবে। বৃষ্টিও হতে পারে দু-এক পশলা।
আরও পড়ুন: পরের বছরই বিয়ে পিঁড়িতে বসার কথা ছিল, কাঁপা গলায় বললেন মৃত চিকিৎসকের বাবা
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলায় ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও খবর দেখুন