কলকাতা: একদিকে কাটফাটা রোদ অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে (South Bangal)। হাওয়া অফিস জানাচ্ছে, ১৩ জুন পর্যন্ত অবস্থা এমনটাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৪ দিনে তাপমাত্রার বিশাল কোনও পরিবর্তন হবে না।
বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ু প্রবেশ করছে। সেই কারণে গরমের অনুভূতি আরও তীব্র। প্রবল পশ্চিমী বাতাসের সঙ্গে মিলিত হয়ে তাপপ্রবাহের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: এপ্রিল থেকেই বর্ধিত ডিএ, নির্দেশিকা নবান্নর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দিন কয়েক বাকি থাকলেও বৃহস্পতিবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে শুক্রবারের পরেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ বৃষ্টিতে (Rain) ভিজতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকেই।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা না আসলেও উত্তরবঙ্গে (North Bengal) অনেক আগেই প্রবেশ করেছে বর্ষা। মঙ্গললের পর বুধেও দার্জিলিং এবং কালিম্পঙে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে মুষলধারে বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক এলাকাতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে।
দেখুন বিস্তারিত খবর