কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে গিয়েছে। এর ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের (Low pressure in Bay of Bengal) জেরে সমগ্র বাংলায় আগামী ২২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ জুলাই, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আজ বঙ্গ বিজেপির বৈঠক, রাজ্যের দায়িত্বে ফের দিলীপ ঘোষ?
আগামী ২০, ২১ এবং ২২ জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ ২০ তারিখ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়িতে। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও খবর দেখুন