কলকাতা: সকাল থেকেই আকাশের মুখভার, ভোর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হয়েছে বৃষ্টিও। হাওয়া অফিস জানাচ্ছে, বাংলায় ফিরে এসেছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। তিলোত্তমায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশই থাকবে।
দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন: বাজেটে বঞ্চিত বাংলা, ক্ষুব্ধ মমতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি জারি থাকবে। তবে এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বিকেলের ও সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৪ জুলাই ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই দুই জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত উত্তবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে।
আরও খবর দেখুন