কলকাতা: বিগত কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তীব্র দাবদাহ। দেরিতে হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বত্র ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার প্রতিটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Low pressure) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়েই এবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ (Weather Update)।
রবিবার রাজ্যের চার জেলায় চলবে ভারী বৃষ্টি। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Banga) আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আজ দিনভর প্রধানত মেঘলাই থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই ৪ জেলায়।
আরও পড়ুন: স্কুলে গিয়ে নিখোঁজ মগরার পাঁচ ছাত্রী
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭.৫ মিলিমিটার।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ওই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি থাকছে হলুদ সতর্কতা। আগামী ৩ তারিখ পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের পূর্বভাস থাকছে।
আরও খবর দেখুন