কলকাতা: আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে রাজ্য। বর্তমানে ভারতীয় রেলওয়ের অন্যতম গর্বের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সারা দেশে আপ-ডাউন মিলে মোট ৫০টি রুটে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। কিন্তু দ্রুত এই বন্দে ভারতের সংখ্যা বৃদ্ধি করতে মরিয়া ভারতীয় রেল। তাই আসছে আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ২৪ সেপ্টেম্বর ৯টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই তালিকায় রয়েছে পটনা-হাওড়া (Patna-Howrah) বন্দে ভারত এক্সপ্রেস। নতুন এই বন্দে ভারতের রেকগুলিতে একগুচ্ছ নতুন ফিচার আনা হচ্ছে। সব মিলিয়ে মোট ২৫টি নতুন ফিচার আনা হচ্ছে সেমি হাইস্পিড এই ট্রেনগুলিতে।
কী কী পরিবর্তন হবে- বন্দে ভারতের (Vande Bharat) সিটগুলিকে ঘোরানো যায়। নতুন রেকের সিটগুলিকে আরও বেশি ঘোরানো যাবে। বন্দে ভারতের প্রতিটি আসনের কুশন আরও নরম করা হচ্ছে। ইসিসি কামরাগুলির সিটের রং লাল থেকে বদলে নীল করা হচ্ছে। সিটের নীচে যে মোবাইল চার্জিং পয়েন্টগুলি রয়েছে, সেগুলি পর্যন্ত যাতে সহজে হাত পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে নতুন রেকগুলিতে। সিটের সামনে পা রাখার জায়গা বাড়ানো হচ্ছে। ইসিসি ক্লাসেও প্রতিটি আসনে ম্যাগাজিন ব্যাগের ব্যবস্থা করা হচ্ছে। আলোর ব্যবস্থা বাড়ানো হচ্ছে। এছাড়াও বন্দে ভারতের ল্যাভেটরিতে ওয়াশ বেসিন থেকে যাতে জল ছিটকে যাত্রীদের গায়ে না লাগে, সেই জন্য ওয়াশ বেসিনগুলিকে আরও গভীর করা হচ্ছে। টয়লেটের আলো আরও উজ্জ্বল, আরও বেশি ওয়াটের করা হচ্ছে। বন্দে ভারতের কামরাগুলির ভিতরের সৌখিনতার দিকেও আরও নজর দেওয়া হয়েছে। কামরাগুলির বাতানুকূল ব্যবস্থাকেও আরও উন্নত করা হচ্ছে।
আরও পড়ুন: জেলাজুড়ে স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরির কাজ শুরু
প্রসঙ্গত, এটি রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হতে চলেছে। এর আগে রাজ্যে চলেছে হাওড়া-এনজেপি বন্দে ভারত, হাওড়া-পুরী বন্দে ভারত, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। তারপরেই এটি হতে চলেছে। রবিবার প্রধানমন্ত্রী ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস একসঙ্গে চালু করতে চলেছে, তারই মধ্য়ে একটি হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।