নরেন্দ্রপুর: স্ত্রীর প্রেমিকের হতে মার খেল স্বামী। গোপনে স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন আক্রান্ত ওই যুবক। অভিযুক্ত মহিলা তাঁর প্রেমিককে ডেকে যুবককে মারধর ও মাথা ফাটাল। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: অনৈসলামিক বিয়ের দায়ে ইমরান-বুশরার ৭ বছর জেল
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার মহামায়াতলার বাসিন্দা গনেশ বৈদ্য ও লীলা বৈদ্য। স্কুল জীবন থেকেই তারা একে অপরকে পছন্দ করতেন। পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। বিয়ের ১১ বছর পর সেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। লীলা বৈদ্য প্রায়শই ফোন কলে ব্যস্ত থাকতেন। গনেশের সন্দেহ হতে তিনি গোপনে লীলার অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন। এই নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। অভিযোগ, লীলা তার প্রেমিককে ডেকে গনেশকে মারধর করে ও মাথা ফাটিয়ে দেয়। গনেশ আক্রান্ত হওয়ার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করলেও এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি।
আরও অন্য খবর দেখুন