অশোকনগর: বারাসতের ছায়া এবার অশোকনগরে। ছেলেধরা সন্দেহে গণপিটুনি এক মহিলাকে। পুলিশের তৎপরতায় প্রাণরক্ষা ওই মহিলার। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের পুমলিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম রজনী খাতুন(২৮), বাড়ি ডায়মন্ড হারবার এলাকায়। সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন সে। সে সময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। কয়েক হাজার মানুষ ঘিরে ধরে এই মহিলাকে তারপর শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। কিন্তু উন্মত্ত জনতার হাত থেকে এই মহিলাকে কিছুতেই উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। এমনকী একজন পুলিশ অফিসারও জনতার হাতে আক্রান্ত হন। পরে ওসি চিন্তামণি নস্কর এবং সিআইয়ের উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে।
আরও পড়ুন: বিবাদী বাগের পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকেলর ৬টি ইঞ্জিন
ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পাশাপাশি জনতার উদ্দেশ্যে তাঁর আবেদন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য। তবে আশ্চর্যের ব্যাপার, সচেতনতামূলক প্রচারের পরেও একই রকম ঘটনা ঘটল অশোকনগরে। পুলিশ তৎপর না হলে বারাসতের মতোই ঘটনাটি আরও বড় আকারে গিয়ে পৌঁছত বলে মত সাধারণ মানুষের।
দেখুন আরও অন্যান্য খবর: