তমলুক: মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটুনির ভয়াবহ অভিযোগ। পটাশপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গ্রামে সালিশি সভা বসিয়ে সোনার হার চুরিতে দোষী ঠাওরানো হয়েছিল এক মহিলাকে। অভিযোগ, তারপরে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি হয়। স্থানীয় পঞ্চায়েত নাকি বলে, আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি। এক্ষেত্রেও কিছু করতে পারবেন না। তাই পুলিশ আসার আগে যা করার করুন।
এরপরই কয়েকশো লোকের সামনেই ওই মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গত রবিবার দুপুর নাগাদ আক্রান্ত মহিলা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তাঁর বাড়িতেই ছিলেন। যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে সেই বাড়িতে আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায়। রবিবার হওয়ার কারণে সেইদিন তাঁর মেয়ের টিউশন পড়তে যায়নি বলেই জানিয়েছেন আক্রান্ত মহিলা। বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করে ওই মহিলা সোনার হার চুরি করে এনে রেখেছেন। জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় হার রেখেছেন, অস্বীকার করলে গণপিটুনির নিদান দেয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন: কেষ্টর বাড়িতে ‘নো এন্ট্রি’ চাঁদু-বিকাশের
এরপরই প্রথমে মহিলারা এবং তারপরে পুরুষরা রীতিমতো বিবস্ত্র করে গণপিটুনি দেয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলার আরও অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্ব তাঁকে মারধর করা হয়েছিল। তবে এখন পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।