কুলটি: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার রাধানগর গ্রাম সংলগ্ন জলাশয় থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় জলাশয়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম সুমন কুমারি (৩৭)। গত ২৮ মে থেকে নিখোঁজ ছিলেন। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। কিভাবে ওই মহিলার মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।