বিষ্ণুপুর: জঙ্গল থেকে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার এলাকার জঙ্গলে। রবিবার সকালে স্থানীয় মানুষজন এক মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে, দাবি পরিবারের।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে সন্দীপ-সহ একাধিক চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা
মৃতার পরিবার সূত্রে খবর, শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিষ্ণুপুর থানা (Bishnupur Police) এলাকার বছর ৪৬ বয়সের এক গৃহবধূ স্থানীয় জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। কিন্তু বাড়ি না ফেরায় রাতভর খোঁজাখুজি করেও খোঁজ পাওয়া যায়নি ওই গৃহবধূর। রবিবার সকালে ফের জঙ্গলে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামের মানুষ। মৃত দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল।
প্রায় ২০০ মিটার মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হয়েছে মৃতার দেহ, মাটির দাগ দেখে দাবি পরিবারের। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতার পরিবার। স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও খবর দেখুন