মুর্শিদাবাদ: গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপ প্রধান এবং কংগ্রেস, আরএসপির পঞ্চায়েত সদস্য সহ প্রচুর অনুগামীরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নওদার আমতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ।
এদিন নওদা গ্রাম পঞ্চায়েতের আরএসপি সদস্য হাফিজুল ইসলাম, কংগ্রেস সদস্য আনারুল শেখ এবং সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ প্রধান মালবিকা মণ্ডল বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিভিন্ন এলাকার কংগ্রেস, আরএসপির প্রচুর কর্মী সমর্থক ও বিজেপি যুবমোর্চার সদস্য-কর্মীরাও এদিন যোগ দেন তৃণমূলে। তাঁদের সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানান নওদা ব্লক তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, যুবককে উদ্ধার পুলিশের
দলত্যাগীদের দাবি, বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলে থেকে এলাকার মানুষের কোনও উন্নয়ন করতে পারছিলেন না। তাই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির উপ-প্রধান মালবিকা মণ্ডল বলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং তৃণমূল দলকে ভালোবেসে তিনি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন।
দেখুন আরও অন্যান্য খবর: