Placeholder canvas
HomeCurrent Newsবিশ্বকাপের মিষ্টি বানানোর বরাত পেলেন কালনাবাসী

বিশ্বকাপের মিষ্টি বানানোর বরাত পেলেন কালনাবাসী

কালনা: আজকের রবিবারের সকাল আর পাঁচটা রবিবারে থেকে আলাদা। একদিকে জগদ্ধাত্রী পুজো অন্যদিকে ১২ বছর পর ফের বিশ্বের দোরগোড়ায় ভারত। কার হাতে উঠবে ট্রফি? সেই চিন্তায় মগ্ন গোটা দেশ। বিশ্বকাপের মহারণে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ নিয়ে উচ্ছ্বাস আর উত্তেজনা দুটোই সমানভাবে কাজ করছে। এরই মাঝে ভারতীয় সমর্থকের চাহিদা মতো মাখা সন্দেশের বিশ্বকাপ তৈরি করে কালনার একটি মিষ্টান্ন ব্যবায়ী পেলেন এই সন্দেশ তৈরির বরাত।

আরও পড়ুন: গলা সাধছে দেশ, জয়ের আশায় সকাল থেকেই উল্লাস পাড়ায় পাড়ায়

২০১১ সালের মতো ফের বিশ্বকাপ জয় করবে ভারত। সেই বিশ্বাস নিয়েই ওই মিষ্টি বিক্রেতাকে মিষ্টি বানানোর বরাত দিলেন কালনা বাসি। তাঁদের আশা ভারত জয়ী হওয়ার পর আনন্দে মিষ্টি মুখে সামিল হবেন কালনার আট থেকে আশি। তাই কালনার এই মিষ্টার দোকানে আগের থেকে মাখা সন্দেশের বরাত দিয়েছেন ভারতীয় ক্রিকের প্রেমীরা। তবে মিষ্টির বিকেরা সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শুধু মাত্র কালনা বাসি নয়, তার বাইরেও অনেকে জায়গা থেকে তিনি এই বিশ্বকাপ বিশেষ মিষ্টি বানানোর বরাত পেয়েছেন। অর্থাৎ বলার অবসকাশ থাকে না যে, ফের একবার দেশের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতবাসী।

দেখুন আরও খবর:

Sourav Ganguly | ম্যাচ শুরু হওয়ার ২২ ঘন্টা আগে আমন্ত্রণ পেলেন সৌরভ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments