বাঁকুড়া: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার যুবক। এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর এলাকায়। অভিযোগ, পেয়ে তদন্ত নেমে গ্রেফতার এক অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার স্কুলের অনুষ্ঠান শেষ করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে মোটরবাইকে করে পিছনের দিক থেকে এসে এক যুবক ওই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার করতেই যুবক পালিয়ে যায়। বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে রবিবার রাতেই গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। ধৃতকে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনা ঘটার ৮ ঘণ্টার মধ্যেই বিভিন্ন বিষয় খতিয়ে দেখে জয়পুর থানার পুলিশ গ্রেফতার করে শান্ত নন্দী নামে ওই যুবককে।
আরও পড়ুন: নবান্ন অভিযানে অশান্তি এড়াতে মোতায়েন বাড়তি পুলিশ