বহরমপুর: পরীক্ষা না দিয়েই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সি-র পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বেলডাঙার অভিজিৎ মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার ওই যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ সি-র পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র নিয়ে আসে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক। কিন্তু এ রকম কোনও পদে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নেই। স্বাভাবিকভাবে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। এরপর পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশের অনুমান, ওই ঘটনার সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে বলে খবর। সেই চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। কীভাবে কত টাকার বিনিময়ে এই ভুয়ো নিয়োগপত্র ওই যুবক পেল তার খোঁজ চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ।
আরও পড়ুন: বিজেপি নেতাদের আচরণ নিন্দনীয়, দিল্লি সফরের আগে বাংলা ভাগ প্রসঙ্গে মন্তব্য মমতার