দুর্গাপুর: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে। সূত্র মারফত জানা যায়, গ্রামের পাশেই একটা জায়গায় এক মাঝ বয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাড়া করে স্থানীয় মানুষজন। ভয় পেয়ে ওই ব্যক্তি দৌড়য়। গ্রামের লোকেরা তাড়া করে সেই ব্যক্তিকে নবঘনপুর গ্রামের কাছে ধরে। এরপর দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটা সিমেন্টের পিলারে। তারপরেই চলে ব্যাপক মারধর। ঘটনার খবর পেয়ে ঘটনারস্থলে পৌঁছয় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম কিশন পাহাড়ি। অণ্ডালের শঙ্করপুর ৭ নম্বর এলাকার বাসিন্দা। বয়স আনুমানিক ৪০ বছর। জানা যায়, ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম বেগ পেতে হয়। ঘটনায় উত্তেজিত জনতার হাতে পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও মার খায় বলে জানা যায়। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন। মঙ্গলবারের এই ঘটনা এই স্বাভাবিক কারণেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন: বিড়লা গ্রুপের কর্ণধারের বৈঠক নবান্নে
দেখুন আরও অন্যান্য খবর: