রাশিয়ার
ইউক্রেন আক্রমণের পর বিশ্বের অনেক
দেশ এই আগ্রাসনের নিন্দা
করেছে। রাশিয়া
নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
অনেক ক্ষেত্রে। সবচেয়ে
বেশি হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে। অর্থনৈতিকভাবে
কোণঠাসা করতেই এইসব সিদ্ধান্ত
নেওয়া হচ্ছে বলে ধারণা
অভিজ্ঞ মহলের। সেই
কারনেই একের পর এক
ক্রীড়া জগতের নানা মহলে ইতিমধ্যে
নিষেধাজ্ঞা নেমে আসছে দেশটির
উপর। রাশিয়ার
উপর কঠোর মনোভাব দেখিয়ে
চলেছে - ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা - উয়েফা
(UEFA)।
ইউরো কাপ আয়োজনের
দাবিদার ছিল - রাশিয়া।
২০২৮ সাল মনে এখনও
৬ বছর বাকি।
কিন্তু সেই বিডিং প্রক্রিয়া
থেকে সরিয়ে দেওয়া হল
রাশিয়াকে। উয়েফা
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে
এই সিধ্যান্ত জানিয়ে দিয়েছে।
https://twitter.com/AroundTheRings/status/1521629437946732545?t=lkln-RQNsg696zXQo0Gz3Q&s=19
এবং ২০৩২’ আসরে আয়োজক
হতে চাওয়া রাশিয়ার ফুটবল
ইউনিয়নের বিডিং বাতিল বলে
জানিয়ে দিয়েছে। এমন
সিধ্যান্ততে, উয়েফা
ইউরোর এই দুই আসরের
আয়োজক হওয়ার সুযোগ বাতিল
করে আরও চাপ বাড়িয়ে
দিয়েছে।
https://twitter.com/UEFA/status/1521165956768321542?t=h4Ah5GNmIUfX8J6fexR3Vg&s=19
উয়েফা শুধু আয়োজনের সুযোগ
কেড়ে নেয় নি, এইসব
টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিষয়ে
রাশিয়াকে নিষিদ্ধ করে দিয়েছে।
এরসঙ্গে, রাশিয়ার সব দলকেই ইউরোপিয়ান
সর্বস্তরের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা
করা দিয়েছে। এর
মধ্যে মহিলাদের ইউরো এবং আগামী
মরশুমে ক্লাব টুর্নামেন্টও রয়েছে।
https://twitter.com/UEFA/status/1521165640891092992?t=7UNCGegxIZoWHni-FluK4g&s=19
ফিফাও
কড়া পদক্ষেপ করেছে। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব
থেকেও রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। হালের
ঘোষণার পর, ইউরো
কাপ আয়োজনে রাশিয়াকে বাদ
দেওয়ায় ২০২৮ ও ২০৩২
সালের টুর্নামেন্ট নেওয়ার দৌড়ে রইলো - তুরস্ক এবং যৌথভাবে
ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড,
ওয়েলস এবং আয়ারল্যান্ড।
https://twitter.com/willhollier8/status/1521694972663062528?t=fHLZvTJ6XrHU7HKM5aGrAQ&s=19
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে
ইউক্রেনে আক্রমণ শুরু করে
পুতিন শাসিত রাশিয়া।
এর পর থেকেই নানাভাবে
দেশটিকে নিষেধাজ্ঞার বেড়াজালে ঘিরে ফেলা শুরু হচ্ছে। শেষ
সিধ্যান্ত, ইউরোপের
সবধরনের ফুটবল প্রতিযোগিতায় রাশিয়াকে
নিষিদ্ধ করা। এর
ফলে আগামী মরশুমে রাশিয়ার
কোনো ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স
লিগ, ইউরোপা লিগ এবং
কনফারেন্স লিগে অংশ নিতেই
পারবে না।