টুর্নামেন্টের
শুরু থেকে দৌড়তে থাকা গুজরাট টাইটান্সকে গতি রোধ করে রুখলো পঞ্জাব কিংস। মঙ্গলবার রাতে ৮ নম্বরের
দল হবে,পয়েন্ট তালিকায় পয়লা নম্বরে থাকা গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিল
প্রীতি জিন্টার পঞ্জাব। আর সেই ম্যাচে গুজরাটকে ১৪৩ রানে আটকে রেখে পঞ্জাব কিংস ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে।বড় ব্যবধানে
জয়।
জয়ের রান যখন আসে, তখনও ম্যাচ শেষ হতে বাকি ছিল ২৪টি বল।
লিয়াম লিভিংস্টোনের ১১৭ মিটার (এবারের আইপিএলের সবচেয়ে বেশি দূরত্বের) বিশাল ছক্কায় সহজে জয়টি পেল পঞ্জাব কিংস। আর এমন জয় নিশ্চিতভাবেই আইপিএলের পয়েন্ট টেবিল উলটে-পালটে
দিয়েছে প্রীতি জিনতার দল। সেরা চারে হয়ে কোন-কোন্ দল এবার প্লে-অফে খেলবে, সেই লড়াইটাই এখন জমে উঠেছে।
কেবলমাত্র পঞ্জাবের এই জয়ই নয়, টানা ৮ ম্যাচ হারের পর মুম্বইয়ের প্রথম জয়, কিংবা অধিনায়ক হয়ে
দলের দায়িত্বে ফেরার পরই চেন্নাইকে মহেন্দ্র সিং ধোনি জয়ের রাস্তায় ফেরালেন- তখনই শেষ চারের অবস্থান নিয়ে একটা অনিশ্চিয়তা দেখা দিল।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড়
ব্যবধানে এই জয় পাওয়ায় লিগের পয়েন্ট টেবিলেও বেশ
কিছুটা এগিয়ে গেছে ময়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব। হার্দিক পান্ডিয়াদের হারানোর সুবাদে আট
নম্বরে থেকে পঞ্জাব একলাফে পাঁচ নম্বরে উঠে আসে ।পরপর পিছনে ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
ব্যাঙ্গালুরুর এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে পাঞ্জাবের পয়েন্ট এখন সমান। তিন দলই আপাতত ১০ পয়েন্ট পেয়েছে। তবে নেট রান-রেটে পঞ্জাব এগিয়ে রয়েছে ব্যাঙ্গালুরুর চেয়ে এবং পিছিয়ে রয়েছেন সানরাইজার্সের চেয়ে।আজ,
বুধবার (৪ মে)ব্যাঙ্গালুরু- চেন্নাই মুখোমুখি। কোহলি –ডু’প্লেসিসরা কি করেন, সেটাই
দেখার।
যদিও পঞ্জাবের কাছে ম্যাচ হারলেও লিগ টেবিলের এখনও এক নম্বরেই রয়ে গেছে গুজরাট। পয়েন্ট টেবিলের প্রথম চারে অবশ্য আর কোনও রদবদল হয়নি। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস এবং চারে রয়েছে- সানরাইজার্স হায়দরাবাদ।
পঞ্জাব পাঁচে উঠে আসায় আরসিবি নেমে গেছে ছয় নম্বরে। দিল্লি পিছিয়ে গেছে সাত নম্বরে এবং কেকেআর পিছিয়ে- আট নম্বরে। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের শেষ দু'টি স্থানে রয়েছে। সিএসকে রয়েছে নয়ে এবং মুম্বই আছে একেবারে শেষে -১০ নম্বরে।
ছবি: সৌ টুইটার।