বসিরহাট: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় গ্রেফতার স্বামী। পুলিস জানিয়েছে মৃতার নাম ভবানী সর্দার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের সন্দেশখালি থানার বড় তুষখালি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোলানাথ সর্দার পেশায় একজন পার্শ্ব শিক্ষক। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। এমনকী ভোলানাথ তাঁর স্ত্রীকে মারধরও করতেন। এ বিষয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। প্রতিদিনই চলত চরম মানসিক ও শারীরিক নির্যাতন। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ।
মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ভোলানাথ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এরপরই ভোলানাথের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ওই পার্শ্ব শিক্ষক ভোলানাথকে গ্রেফতার করে পুলিস। শুক্রবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে সন্দেশখালি থানার পুলিস।