কৃষ্ণনগর: কৃষ্ণনগর পকসো আদালতে সাজা ঘোষণা। যতদিন বেঁচে থাকবে অভিযুক্তকে ততদিন জেলে কাটাতে হবে, এমনই নির্দেশ বিচারকের।
প্রতিবেশী এক আড়াই বছরের শিশুকন্যার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার কৃষ্ণনগর পকসো আদালতে এই ঘটনার সাজা ঘোষণা হয়।
স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালে ওই শিশুটির পরিবার পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে জয়গুরু রাজবংশীকে নামে ওই যুবককে গ্রেফতার করে পলাশীপাড়া থানার পুলিস। আদালতের রায়ে খুশি শিশুর পরিবার।