শ্রীনগর: জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের পরিবারের হাত ধরল জম্মু-কাশ্মীরের প্রশাসন। নিহত রাহুল ভাটের স্ত্রী মীনাক্ষীকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। এছাড়া পরিবারকে আর্থিক সাহায্যের কথাও বলা হয়েছে। নিহত কাশ্মীরি পণ্ডিতের এক নাবালিকা কন্যা সন্তান রয়েছে। তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেবে বলে জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে।
জঙ্গি হামলায় কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুর তদন্তে সিট গঠন করেছে প্রশাসন। বিশেষ তদন্তকারী সংস্থা জঙ্গি আক্রমণের সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেবে। জম্মু-কাশ্মীরের পদাধিকারী রাজ্যপালের দফতর থেকে একথা জানানো হয়েছে। একজন সংশ্লিষ্ট থানার একজন স্টেশন হাউস অফিসার তদন্তের কাজে সাহায্য করবেন বলেও জানানো হয়েছে।
নিহত রাহুল ভাট বদগামের একটি সরকারি অফিসে কাজ করতেন৷ বৃহস্পতিবার সরকারি অফিসের ভিতর গুলিবিদ্ধ হন তিনি৷ কাশ্মীর পুলিস জানিয়েছে, দু’জন জঙ্গি অফিসে ঢুকে রাহুল ভাটকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে৷
রাহুলের স্ত্রী মীনাক্ষী তাঁর বিবৃতিতে জানিয়েছেন, বদগামের কাছে চাদুরার ওই সরকারি দফতরে কাজ করার সময় নিরাপত্তার অভাব বোধ করছিলেন নিহত কাশ্মীরি পণ্ডিত। চাদুরার দফতর থেকে জেলা সদর দফতরে বদলির দাবি জানিয়েছিলেন রাহুল ভাট। কিন্তু বারবার আবেদন করার পরও কর্তৃপক্ষ তাতে সাড়া দেননি বলে নিহতের স্ত্রীয়ের অভিযোগ।