Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSukanya Mondal: টেট দুর্নীতি মামলায় হাই কোর্টে আজ হাজিরা অনুব্রত-কন্যার

Sukanya Mondal: টেট দুর্নীতি মামলায় হাই কোর্টে আজ হাজিরা অনুব্রত-কন্যার

Follow Us :

কলকাতা: টেট দুর্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত কন্যা সুকন্যার। বিচারপতির নির্দেশে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের। বোলপুরের বাড়ি থেকে রওনা দেওয়ার কথা তাঁর। সুকন্যার সঙ্গে তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ-ও থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সঞ্জীব অনুব্রতেরও আইনজীবী।সুকন্যার বিরুদ্ধে অভিযোগ— টেট পরীক্ষা না দিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছেন তিনি।

কেষ্ট মণ্ডলের কন্যা ছাড়াও আরও অনেক আত্মীয় বোলপুর সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলে চাকরি পেয়েছেন। আদালতের নির্দেশ বৃহস্পতিবার বিকেল তিনটের মধ্যে সুকন্যা মণ্ডল-সহ অনুব্রত-র পরিবারের ছয় জনকে আদালতে হাজির হতে হবে। মেয়ে সুকন্যা ছাড়া বাকিরা হলেন, সুমিত মণ্ডল(ভাই), অর্ক দত্ত( ব্যক্তিগত
সচিব), সাত্যকি মণ্ডল (ভাইপো), কস্তুরী চৌধুরী (ঘনিষ্ঠ), সুজিত বাগদি
(ঘনিষ্ঠ)।  হাজিরাা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
শিক্ষিকা।  উপস্থিতির খাতা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বুধবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চে বীরভূম তৃণমূল জেলা সভাপতি মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলাকারীর নাম সৌমেন নন্দী। কেষ্ট মণ্ডলের মেয়ের বিরুদ্ধে আরও অভিযোগ,
চাকরি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনওদিন স্কুলে যাননি তিনি। রেজিস্টার
বা হাজিরা খাতা সুকন্যার বাড়িতে নিয়ে আসতেন স্কুলের কর্তৃপক্ষ। এছাড়াও
অভিযোগ অনুব্রতর ব্যক্তিগত সহকারী অর্ক দত্ত স্কুলে চাকরি পেয়েছেন। অভিযোগ
কেষ্ট মণ্ডলের আরও অনেক আত্মীয় বোলপুর সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলে
চাকরি পেয়েছেন। বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান
অনুব্রুতর মেয়ে সুকন্যা। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments