Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলকেন্দাশোলে দেবী দুর্গা ছলনাময়ী, শহীদ মহিষাসুর

কেন্দাশোলে দেবী দুর্গা ছলনাময়ী, শহীদ মহিষাসুর

Follow Us :

প্রসূন মুখোপাধ্যায়, শালবনি: শহীদ এখানে মহিষাসুর। পশ্চিম মেদিনীপুরের জঙ্গল ঘেরা প্রত্যন্ত গ্রাম কেন্দাশোলের দুর্গোৎসব ব্যতিক্রমী। এখানে মহিষাসুর ভিলেন নয়। সাঁওতাল কুড়মালি সমাজের মানুষজন পুজোর দিনগুলিতে মহিষাসুরকে শহীদ হিসেবে স্মরণ করেন। ওঁদের মতে, দুর্গার ছলনাকে কাজে লাগিয়ে আর্য সমাজের রাজারা মহিষাসুরকে বধ করেছেন। এজন্য এখানকার প্রত্যন্ত গ্রামের আদিবাসীরা অসুরের মূর্তি বসিয়ে শহীদ স্মরণ করেন। 
সপ্তমীর সন্ধ্যা থেকে দশমীর সন্ধ্যা পর্যন্ত পালিত হয় এই শহীদ স্মরণ অনুষ্ঠান। মহিষাসুর স্মরণের মাধ্যমে যে দুর্গোৎসব পালিত হয় তা হুদুড় দুর্গার স্মরণ অনুষ্ঠান হিসেবে পরিচিত। উল্লেখ্য, হুদুড় দুর্গা হল খেরওয়াল সাঁওতাল  জনগোষ্ঠীর উপাস্য দেবতা। পাশাপাশি এলাকার অন্তত ১০ টি গ্রামে দুর্গোৎসব বলতে মহিষাসুর স্মরণ। 

আরও পড়ুন: Puja Adda Tollystars: জমাটি পুজোর আড্ডায় টলিস্টাররা 
২০১৬ সাল থেকে চলছে অসুরকে শহীদ হিসেবে স্মরণের অনুষ্ঠান। করোনার পরে এলাকার বাসিন্দাদের আর্থিক টানাটানি চলছে। সেকারণে এবছরও শহীদ স্মরণের ব্যতিক্রমী অনুষ্ঠান অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে বলে জানালেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রাম হাঁসদা।

RELATED ARTICLES

Most Popular