২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
নির্মাণ ভাঙার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কৃষকরা
Farmers Block Road: অবৈধ নির্মাণ ভেঙে নিকাশি চালুর দাবি, রাস্তা অবরোধ চাষিদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  নাইকুন নেসা
  • আপডেট সময় : ০৭-০২-২০২৩, ৪:২২ অপরাহ্ন

পোলবা : নিকাশি ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ কৃষকদের (Farmers)। ঘটনা পোলবা-দাদপুর ব্লকের। ২ বছর মামলা চলার পর আদালত নির্দেশ দেয়, সরকারি জায়গা দখল করে নির্মাণ করা বাড়ি ভেঙে ফেলতে হবে। গত সপ্তাহে সেই সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেও থমকে যায় জেলা প্রশাসন।  
 
প্রসঙ্গত, পোলবা-দাদপুর ব্লকের সেঁইয়া গ্রামে ডিভিসি ক্যানেলপাড়ে একটি বাড়ি তৈরি করেন স্বপ্না ধারা নামে এক মহিলা। সেই বাড়ি নির্মাণে সরকারি কিছুটা জায়গা দখল করার অভিযোগ ওঠে। এর ফলে ক্যানেলের নিকাশি বন্ধ হয়ে যায়। বছর দুয়েক ধরে মামলা চলার পর আদালত রায় দেয়, জবর দখল নির্মাণ ভেঙে ফেলার।

সেই ভাঙার কাজে অনেক সময় লাগার  অভিযোগ তুলে নির্মাণ ভাঙার দাবিতে রাস্তা অবরোধ (Road Block) করে বিক্ষোভে শামিল হন কৃষকরা (Farmers)। অবরোধ করেন চুঁচুড়া তারকেশ্বর রোডের সেইঁয়া মোড়। চাষীরা হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন : Balasaheb Thorat: পদ ছাড়তে চেয়ে মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি মহারাষ্ট্রের শীর্ষ কংগ্রেস নেতার!  

স্থানীয় এক চাষি জানান, পোলবা দাদপুর ব্লকের আমনান মৌজায় একটি অবৈধ নির্মাণের ফলে এলাকার কয়েক হাজার বিঘা জমির জল নিকাশি বন্ধ হয়ে গিয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত এলাকার জমি। বছরের বেশিরভাগ সময়তেই জলমগ্ন হয়ে থাকার ফলে চাষ করা যাচ্ছে না। অবৈধ নির্মাণ ভাঙ্গার সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও সেই নির্মাণ কেন ভাঙ্গা হচ্ছে না সেই প্রশ্ন তুলে রাস্তা অবরোধের সামিল গ্ৰামবাসি  সহ কৃষকেরা।

চাষিদের অভিযোগ, জলনিকাশি  বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কয়েক হাজার বিঘা কৃষি জমি। 
হুগলি জেলা শাসক জানান, হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন নির্মাণকারী। মঙ্গলবার তার শুনানি হবে। আদালত কী বলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tags : Farmers Road Block Police কৃষক রাস্তা অবরোধ

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.