পশ্চিম মেদিনীপুর: পিংলার সভায় অসুস্থ তৃণমূলের সায়নী ঘোষ (Saayaoni Ghosh)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পালটা সভা হয় এদিন। সেখানে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও তাঁর চিকিৎসা করেন তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে দুদিন আগেই জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেখানে পালটা সভা করল তৃণমূল (Tmcp)।এদিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি সহ আরও অনেকেই।
আরও পড়ুন : Balurghat Student: ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার, তুমুল বিক্ষোভ বালুরঘাটের স্কুলে
পিংলার (Pingla) জনসভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেয় বক্তব্য দিতে মঞ্চে ওঠেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তবে তিনি অসুস্থ বোধ করাই হঠাৎ করে চেয়ারে বসে পড়েন। মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সায়নীর প্রাথমিক চিকিৎসা করেন। কিছুক্ষণ পরে সুস্থ বোধ করতেই ফের তিনি বক্তব্য শুরু করেন।
শনিবার কেশপুরে সভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পিংলায় সভা করেন শুভেন্দু অধিকারী। তারই পাল্টা হিসেবে এদিন তৃণমূলের তরফে এই সভা করা হয়।
শেয়ার করুন