২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
বন্দুকের মুখে বহু সম্পত্তি দখল করেছে শান্তনু, অভিযোগ বলাগড়বাসীর
Santanu Guest house Cctv Hard Disk| শান্তনুর বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে, দাবি স্থানীয়দের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৩, ৬:২১ অপরাহ্ন

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanur Banerjee) বলাগড়ের গেষ্ট হাউস থেকে সরিয়ে ফেলা হয়েছিল সিসিটিভি (CCTV) ফুটেজের হার্ডডিস্ক ( Hard Disk)। শ্রীপুর বালাঘরের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বরূপ প্রামাণিক, তৃণমূল নেতা নিলয় মল্লিক, সুপ্রতিম ঘোষদের জিজ্ঞাসাবাদ করে ইডি তা জানতে পেরেছে। এই তিনজনকে শান্তনুর গেস্ট হাউসে (Guest house) শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রের খবর, ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর আরও প্রায় দশটির বেশি বেনামি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে।

শনিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। শান্তনুর বলাগড় ও ব্যান্ডেলের বাড়ি, গেষ্ট হাউসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালা ভেঙে তল্লাশি চালান ইডির (ED) আধিকারিকরা। এদিন শান্তনু ঘনিষ্ঠ জিরাট কলেজের টিএমসিপি নেতা সুপ্রতিম ঘোষ (TMCP Leader Supratim Ghosh) ওরফে আকাশকে বলাগড়ের গেষ্ট হাউসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বলাগড় কলেজের অস্থায়ী কর্মী সুপ্রতিম। তিনি শান্তনুর ছায়াসঙ্গী বলেই পরিচিত এলাকায়। 

চূঁচুড়া বালির মোড়ে শান্তনুর স্ত্রীর নামে কেনা বাড়িতেও এদিন হানা দেন ইডি আধিকারিকরা। বলাগড়ের একাধিক বাসিন্দাদের বিস্ফোরক দাবি, কয়েকদিন আগেই শান্তনুর গেষ্ট হাউস থেকে বহু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে। দুজন বাইকে করে এসে ব্যাগ বোঝাই করে অনেক কিছু নিয়ে গিয়েছে বলে ওই বাসিন্দারা জানান। পাশাপাশি তাঁদের আরও দাবি, বন্দুকের নল ঠেকিয়ে একের পর এক জমি দখল করেছে শান্তনু।

আরও পড়ুূন:Mahua Moitra Tweet| রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগের পরই নিশিকান্তকে নিয়ে টুইট মহুয়ার 

অভিযোগকারীদের মধ্যে বেশ কয়েকজন নিজেদের তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেন। এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি বলেও জানান তারা। 
এই মামলায় ইডির হাতে ধৃত শান্তনুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিয়োগের নাম করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছেন তিনি। চাকরি বিক্রির পাশাপাশি সরকারি কর্মচারীদের বদলি নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিকে শান্তনুর যে এত বিপুল সম্পত্তি রয়েছে, সে বিষয়ে কোনও ধারণাই নেই তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার।এমনটাই দাবি তাঁর। প্রিয়াঙ্কার কথায়,  কিছুটা জানতাম। তবে ওর যে এত সম্পত্তির তা আমার জানা ছিলনা। অন্যদিকে শান্তনুর সহযোগী প্রোমোটার অয়ন শীলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।

Tags : ed raid shantanau banerjees guest house important documents removed শান্তনু বন্দ্যোপাধ্যায় গেষ্ট হাউস ইডি নথি

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.