Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাOpposition | Nitish Kumar | বিরোধী ঐক্যে শান দিতে সোমবার মুখোমুখি নীতীশ-খাড়্গে

Opposition | Nitish Kumar | বিরোধী ঐক্যে শান দিতে সোমবার মুখোমুখি নীতীশ-খাড়্গে

Follow Us :

নয়াদিল্লি: নয়াদিল্লি: কর্নাটকের জয় কংগ্রেস সহ বিরোধীদের কাছে যদি সেমিফাইনাল হয়, তো লোকসভা ভোট ফাইনাল ম্যাচ। আসন্ন লোকসভাকে পাখির চোখ করেই  ওর্য়ামআপ করতে সোমবার রয়েছে বিরোধী ঐক্য নিয়ে বড় বৈঠক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিকেলে মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করবেন। দেশজুড়ে অন্যান্য নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং পাটনায় অনুষ্ঠিতব্য মেগা বৈঠক নিয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর।

-রাজ্যে কংগ্রেসের ‘বিজেপি দমনে’ অভূতপূর্ব সাফল্যের পর নড়াচড়া পড়ে গিয়েছে বিরোধী দলগুলির মধ্যে। বিরোধী জোটে কংগ্রেসকে এগিয়ে রেখেই লোকসভার ভোটের সলতে পাকানোর কাজ শুরু করেছে নীতীশ কুমার। বিরোধীদের একমঞ্চে নিয়ে আসার জন্য বিগত কয়েক মাস ধরেই  জেডিইউ নেতা নীতীশ কুমার বাংলা, ওড়িশা, দিল্লি সফর করেছেন সম্প্রতি। বিরোধী ঐক্যে শান দিতেই এর আগে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খাড়্গে, মমতা, নবীনের, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, কেজরির সঙ্গে বৈঠকে বসেছেন। রবিবারও নীতীশ কুমার ও তেজস্বী যাদব দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে কথা বলেন। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন বিহারের মুখ্যমন্ত্রী। দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে রবিবার অসাংবিধানিক বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এই অর্ডিন্যান্সকে রাজ্যসভায় পর্যুদস্ত করায় ডাক দিয়েছে তিনি। কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার নামার কথাও বলেন জেডিইউ নেতা। এই অর্ডিন্যান্সের নিন্দা করেছে অন্য বিরোধী দলগুলিও।

সময় নষ্ট না করেই রবিবারের পরই সোমবার মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নীতীশ। বৈঠকের আলোচ্যসূচি  এখনও কিছু জানা না গেলেও, বিরোধী জোট নিয়েই আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বিজেপিকে দমন করতেই আলোচনায় আগামিদিনের রুটম্যাপ ঠিক হতেও পারে। বিজেপির বিরুদ্ধে কী ভাবে বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন: Karnataka | কর্নাটকে জিরো ট্রাফিক প্রোটোকল বাতিল করলেন মুখ্যমন্ত্রী 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন আগামী মঙ্গলবারই। আমলা বদলি নিয়ে দিল্লিতে জারি হওয়া অর্ডিন্যান্সের বিরুদ্ধে এই বৈঠক হবে। কেজরিওয়াল নিজেই সেকথা জানিয়েছেন। রবিবার তিনি বলেন, মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। আমি প্রতিটা রাজ্যে যাব। সেখানকার নেতাদের সঙ্গে দেখা করে বলব তাঁদের সহযোগিতা প্রয়োজন।

শতাব্দী প্রাচান এই দলের জয়ের পর বিরোধী শিবিরে বাড়তি অক্সিজেনও জুগিয়েছে। দাক্ষিণাত্যের রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে তাদের এগিয়ে রাখতে  হবে। বিজেপির বিরুদ্ধে সকলকে এক হওয়ার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলি এক হলে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবে না।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | 'সবথেকে বড় চোর হল বিজেপি' : মমতা
03:43
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | দেওয়াল নয়, বুকে আঁকলেন মমতার ছবি
02:15
Video thumbnail
Top News | অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস
01:10:19
Video thumbnail
Odisha | ওড়িশায় গুরুতর বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৫, আহত ৩০
01:20
Video thumbnail
Narendra Modi | উত্তরে আজ জোড়া সভা মোদির, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী
04:15
Video thumbnail
Mamata Banerjee | 'ডিসেম্বরের আগে ১১ লক্ষ বাড়ির টাকা দেব’ : মমতা
31:20
Video thumbnail
কারার ওই লৌহকপাট (পর্ব ৩১) |
03:43
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | বালুরঘাটেও নরেন্দ্র মোদির জন্য ভোট হবে: সুকান্ত মজুমদার
06:13
Video thumbnail
Calcutta High Court | রামনবমীর মিছিলের রায় সংশোধনে হাইকোর্টে রাজ্য
02:05
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | প্রথম দফা ভোটের আগে মোদির জোড়া সভা বালুরঘাট, রায়গঞ্জে
11:28