কাকতালীয় হলেও এটা সত্যি। ৫০০ তম ওয়ান যখন ভারত খেলেছিল, তখন সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর যখন টিম ইন্ডিয়া ১০০০ তম ম্যাচটি রবিবার আহমেদাবাদে খেললো, তখন তিনি 'নেতৃত্বে'। দলের নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের। মাঠে ছিলেন সৌরভ। বোর্ড সভাপতি হয়ে।
রোহিত শর্মার নেতৃত্বে যে দল এই ম্যাচ জিতে নিয়েছে, তা সকলের জানা। বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক হাজার ম্যাচ খেলল ভারত। আসলে ওয়ান ডে'তে ভারতের সঙ্গে খেলার চাহিদা বেড়ে গেছে সেই ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে।
https://twitter.com/wtfmediatweets/status/1490646441273933824?t=cEOyOJSwjM44gViGJ2SMPA&s=19
এই ১০০০ তম ম্যাচের ইতিহাস নিয়ে একবার ফ্ল্যাশব্যাকে ঘুরে আসা যাক।
১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। আর ১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ২০০২ সালে ৫০০তম ম্যাচ খেলে ভারত। তার দুই দশক পর ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলো টিম ইন্ডিয়া। এই পরিসংখ্যান বলে দিচ্ছে , ২৮ বছর লেগেছিল প্রথম ৫০০ ম্যাচ খেলতে। আর পরের ৫০০ ম্যাচ খেলতে লাগলো ২০ বছর। আটটি বছর কম লাগলো!
https://twitter.com/mufaddal_vohra/status/1490232341130022913?t=VDJjex-Qye5cl-IR3mMJzw&s=19
১০০০ তম ম্যাচটি খেলার আগে ৯৯৯টি ওয়ানডে ম্যাচেতে ভারতের জয় ছিল ৫১৮টি। এছাড়া হার ৪৩২টিতে , ৯টি টাই এবং ৪১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দেখা যাচ্ছে, ওয়ানডে ম্যাচের নিরিখে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ১৬২টি ম্যাচ খেলেছে ভারত।
সবচেয়ে বেশি জয়ও এসেছে লঙ্কা দলের বিপক্ষে-৯৩টি। সবচেয়ে বেশি হার হজম ( ৮০ ম্যাচে) করতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে । এই দলের বিপক্ষে ১৪৩ টি ম্যাচে ৫৩টি জয় পেয়েছে ভারত।
https://twitter.com/WisdenIndia/status/1490580511445909504?t=zn7zn8mSoMrV1Hspi6WNKA&s=19
নিজেদের মাঠে ১০০০ তম ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ - তে ভারত প্রথমবার বিশ্বকাজয়ী হয়েছিল, এই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই। ক্যারিবিয়ান দলের বিপক্ষে এবারের ম্যাচ নিয়ে ১৩৪ বার মুখোমুখি হয়েছে ভারত। জয় ৬৫ টি, হার ৬৩টি, ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।
ছবি: সৌ টুইটার।
শেয়ার করুন