দলের অনুশীলনে যোগ দিলেন সহ অধিনায়ক কে এল রাহুল। সোমবার আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিলেন নভদীপ সাইনি। কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন।
বুধবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে রোহিত শর্মা এন্ড কোং। আহমেদাবাদে পরের ম্যাচ জিতে ম্যাচ পকেটে নিয়ে নিতে চায় ভারত।
রাহুল - মায়াঙ্ক - নভদীপ তিনজনই অনুশীলন সারলেন। আজ ম্যাচের আগে চূড়ান্ত নেট প্র্যাকটিসে সারবেন।
https://twitter.com/BCCI/status/1490909468955414528?t=EqiBq8zCUxCB_ZcUthCGMA&s=19
ব্যক্তিগত সমস্যা থাকায় কে এল প্রথম ম্যাচে খেলতে পারেননি। মায়াঙ্ক পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনিও কোয়ারেন্টিনের পর্ব সামলে দিয়ে চলেছেন। কোভিড -১৯ আক্রান্ত হয়ে ইতিমধ্যে সিরিজের বাইরে চলে গেছেন - শিখর ধাওয়ান, ঋতুরাজ গাইকোয়াড আর শ্রেয়াস আইয়ার।
https://twitter.com/StarSportsIndia/status/1490905737765085185?t=FMbc8gRZnajVg6bgsED3fQ&s=19
বোর্ডের সিনিয়র জাতীয় নির্বাচকরা এই ধরনের পরিস্থতিতে ইশান কিষান আর শাহরুখ খানকে দলের সঙ্গে যোগ দিতে বলে। দলে যোগ দিয়ে রবিবার প্রথম ম্যাচে ইশান অধিনায়ক রোহিতের সঙ্গে ম্যাচে ওপেনও করতে নেমেছিলেন।
https://twitter.com/amazing__gyan/status/1490899282513530882?t=_NuB7XBr3KiNHev8q-tbXw&s=19
রাহুল দলে ফেরায় তিনি দ্বিতীয় ম্যাচে মাঠে নম্বর - এটা নিশ্চিত। সেক্ষেত্রে ইশান কিষানের বদলে দলনেতা রোহিতের সঙ্গে ওপেন করতে নামার সম্ভাবনা প্রবল।
ছবি: সৌ টুইটার।