দেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন যুগরাজ সিং। বুধবার এফআইএইচ (FIH) প্রো লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় পুরুষ দল। আয়োজক দক্ষিণ আফ্রিকাকে গোলের বন্যায় (১০-২) ভাসিয়ে দিল অলিম্পিক পদক জয়ী ভারত। আর যুগরাজ হ্যাটট্রিক করলেন।
ম্যাচের ৩মিনিট, ৬ মিনিট আর ২৩ মিনিটে - তিনটি পেনাল্টি কর্ণার থেকে গোল করে দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক সারলেন। বাকি দুটি করে গোল করলেন গুরসাহিবজিত সিং (২৪ মিনিট, ৩৬ মিনিট) , দিলপ্রীত সিং (২৫ মিনিট, ৫৮ মিনিট)। একটি করে গোল করলেন হরমনপ্রীত সিং (২ মিনিট), অভিষেক (৩৬ মিনিট) এবং মনদীপ সিং (২৭ মিনিট) ।
https://twitter.com/TheHockeyIndia/status/1491470372402708482?t=pY-bf300Z1wf1b0SFekuSA&s=19
দক্ষিণ আফ্রিকা যে দুটি গোল করে, তার প্রথমটি ছিল পেনাল্টি কর্নার থেকে ( ড্যানিয়েল বেল, ৪৪ মিনিট) আর পরেরটি ফিল্ড গোল ( রিচার্ড পাউৎজ, ৪৫ মিনিট)।
টুর্নামেন্ট দাপট দেখিয়ে চলেছে ভারত। প্রথম ম্যাচে ফ্রান্সকে ৫-০ গোলে হারিয়ে দেওয়ার ওর আরও বড় ব্যবধানে জয় এল পরের ম্যাচে। এই ম্যাচে হাফ টাইমে ৮-০ গোলে এগিয়ে যায় ভারত। তারমধ্যে ১২ টি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
https://twitter.com/FISTOSPORTS/status/1491672326546411521?t=KPvpNPG71Zxlg4M9pi_GFA&s=19
পরের অর্ধে যখন মনে হচ্ছিল, ভারত আরও গোল করে ফেলবে - তখন দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে ফেরে। দুটি গোল করে। আর ভারত বেশ কয়েকটি পেনাল্টি কর্নার মিস করে আরও দুটি গোল করে ১০ গোলের নজির স্থাপন করে। হজম করে ২ টি গোল।
আগামী শনিবার ডবল লেগের দ্বিতীয় ম্যাচ ভারত খেলতে নামবে ফ্রান্সের বিপক্ষে।
ছবি: সৌ টুইটার