কলকাতা: আপনি নাকি মারা গিয়েছেন! হ্যাঁ বৃহস্পতিবার সকালে এমনই একগুচ্ছ ফোন পেলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। এদিন সকাল থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা শঙ্কর চক্রবর্তী প্রয়াত। এনিয়ে তিনি জানান, তিনি দিব্যি সুস্থ রয়েছে। এসব যে কেন রটছে কে জানে। সকাল থেকেই এ নিয়ে একাধিক ফোনও তাঁর কাছে এসেঠে বলে জানান।
আরও পড়ুন: অবশেষে শ্যুটিং শুরু টালিগঞ্জের স্টুডিও পাড়ায়
২০২২ সালের ৩১অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে। স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর পর একাই থাকেন শঙ্কর চক্রবর্তী। মেয়ে থাকেন মুম্বইয়ে। একাকিত্বে ভুগছেন অভিনেতা। সম্প্রতি অসুস্থ হয়েছিলেন বটে। তবে এখন একেবারেই সুস্থ। এর মাঝেই অভিনেতার মৃত্যুর গুজব রটলো। বৃহস্পতিবার সকালে ফেসবুকে হঠাৎই ছড়িয়ে পড়ে একটা রিলস। তাতে দেখা গিয়েছে, শঙ্কর চক্রবর্তীর প্রয়াণ। ঝড়ের গতিতে ছড়াতে থাকে সেই রিলস। অনুরাগী থেকে আত্মীয়রা সবাই ভয় পেয়ে যান। এটা যে সম্পূর্ণ ভুয়ো খবর তা জানা গিয়েছে। অভিনেতা নিজেই জানিয়েছেন, দিব্যি রয়েছি, ভালই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে! কী ভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না! গুজব প্রসঙ্গে অভিনেতা বললেন, আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি!
অন্য খবর দেখুন